সিটিকে প্রথম হারের স্বাদ দিল চেলসি

ড্র করলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরতো ম্যানচেস্টার সিটি। কিন্তু পারলো না পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপাধারীদের প্রথম হারের স্বাদ দিয়েছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 07:24 PM
Updated : 9 Dec 2018, 08:56 AM

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার স্থানীয় সময় বিকালে ২-০ গোলে জেতে মাওরিসিও সাররির দল। সিটির এই পরাজয়ে শীর্ষে থেকে ষোড়শ রাউন্ড শেষ করতে যাচ্ছে লিভারপুল।

লিগে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারল সিটি। এর আগে গত এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে ৩-২ গোলে হেরেছিল গুয়ার্দিওলার দল। আর অ্যাওয়ে ম্যাচে ১৪ ম্যাচ পর হারল তারা।  

এনগোলো কঁতের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দাভিদ লুইস। শেষ পাঁচ ম্যাচে চেলসির এটি দ্বিতীয় জয়। গত সপ্তাহে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ২-১ গোলে হেরেছিল ‘ব্লুজ’ নামে পরিচিত দলটি।

শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ ছন্দে এগিয়ে চলা সিটির শুরুটা ছিল প্রত্যাশিত। অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকে দলটি। অন্যদিকে, নিজেদের ঘর সামলাতে ব্যস্ত সময় কাটছিল চেলসির। প্রথমার্ধে মোট চারটি শট নেয় অতিথিরা যার একটি ছিল লক্ষ্যে; কিন্তু সাফল্য মেলেনি।

উল্টো ৪৫তম মিনিটে নিজেদের প্রথম সুযোগেই গোল পেয়ে যায় চেলসি। এদেন আজারের বাড়ানো বল ডি-বক্সের মাঝ বরাবর পেয়ে জোরালো শটে ক্রসবার ঘেঁষে জালে পাঠান ফরাসি মিডফিল্ডার কঁতে।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে উইলিয়ানের রক্ষণ প্রাচীরের উপর দিয়ে নেওয়া ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান সিটি গোলরক্ষক এদেরসন। ১০ মিনিট পর কাইল ওয়াকারের ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

৭৮তম মিনিটে বেলজিয়ামের ফরোয়ার্ড আজারের বাঁকানো কর্নারে অনেকখানি লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন লুইস। ক্লাবের হয়ে ১৪ মাস পর গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

যোগ করা সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসের বুলেট শট গোলরক্ষক কেপা ঝাঁপিয়ে ঠেকালে সান্ত্বনাসূচক গোলের দেখাও পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

দিনের প্রথম ম্যাচে মোহামেদ সালাহর হ্যাটট্রিকে বোর্নমাউথকে ৪-০ গোলে হারানো লিভারপুলের পয়েন্ট ৪২। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

লেস্টার সিটিকে ২-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৩৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৪। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পরের স্থানে আছে হাডার্সফিল্ড টাউনকে ১-০ গোলে হারানো আর্সেনাল।

আরেক ম্যাচে ফুলহ্যামকে ৪-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ২৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।