আর্সেনালের ঘাম ঝরানো জয়
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2018 11:14 PM BdST Updated: 08 Dec 2018 11:25 PM BdST
অবনমন অঞ্চলে থাকা হাডার্সফিল্ড টাউনকে হারাতে ঘাম ছুটে গেছে আর্সেনালের। উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তররেইরার গোলে নিজেদের মাঠে জিতেছে উনাই এমেরির দল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ১-০ গোলে জেতে আর্সেনাল। ১৬ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৩৪।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে হাডার্সফিল্ডের বিপক্ষে শেষ ১১ ম্যাচে অপরাজিত থাকল আর্সেনাল।
গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছিল না আর্সেনাল। ২৮তম মিনিটে গ্রানিত জাকার শট লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে হতাশ করেন ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত।
আগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ ড্র করে আসা আর্সেনালের হতাশা বাড়ে ৪২তম মিনিটে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে লাকাজেত বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি।

অবশেষে ৮২তম মিনিটে গোলের আনন্দে ভাসে এমিরেটসের গ্যালারি। মাতেও গেনদুজির বাড়ানো বল একটু লাফিয়ে ডান পায়ে আউবামেয়াং ব্যাক পাস দেন তররেইরার উদ্দেশে। উরুগুয়ের মিডফিল্ডার দারুণ বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গেনদুজি ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করলেও ৩৩টি ফাউল আর ক্ষণে ক্ষণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ানো ম্যাচ জিতে নেয় আর্সেনাল।
শনিবার মোহামেদ সালাহর হ্যাটট্রিকে এএফসি বোর্নমাউথের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরা লিভারপুলের পয়েন্ট ৪২।
ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামকে ৪-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম