ফুলহ্যামকে উড়িয়ে জয়ে ফিরল ইউনাইটেড

একের পর এক হার ও ড্রয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের দেখা পেয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল ফুলহ্যামকে সহজেই হারিয়েছে জোসে মরিনিয়োর শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 04:57 PM
Updated : 8 Dec 2018, 05:43 PM

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার স্থানীয় সময় বিকালে ৪-১ গোলে জেতে ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির মাঠে হারের পর গত তিন ম্যাচে ড্র করেছিল সবশেষ ২০১২-১৩ মৌসুমে শিরোপা জেতা দলটি।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ইউনাইটেড। এক জনকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ইংলিশ এই ফুটবলার।

ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ পর গোল পেলেন ইয়ং। এর আগে সবশেষ গত বছর নভেম্বরে ওয়াটফোর্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।

২৮তম মিনিটে বেশ গোছানো এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। একাদশে ফেরা রোমেলু লুকাকুর পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছে বল বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড। প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা।

এরই সঙ্গে স্পেনের পঞ্চম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মাতা।

৪২তম মিনিটে লুকাকু ব্যবধান আরও বাড়ালে ম্যাচের লাগাম চলে যায় প্রতিযোগিতার সফলতম ক্লাবটির হাতে। মাতার ছোট ডি-বক্সের মুখে বাড়ানো বল বাঁ পায়ের শটে জালে পাঠান বেলজিয়ামের স্ট্রাইকার।

৬৭তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড আবুবাকা স্পট কিকে ব্যবধান কমালে লড়াইয়ে আভাস জাগে।

কিন্তু পরের মিনিটেই র‌্যাশফোর্ডকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যামেরুনের মিডফিল্ডার জাম্বো আগিসা। ১০ জনের দল নিয়ে বাকি সময়ে লড়াইও করতে পারেনি ফুলহ্যাম।

৮২তম মিনিটে উল্টো আরেকটি গোল খায় শেষ ছয় ম্যাচে হারা দলটি। ডি-বক্সের বাঁ দিক থেকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল লক্ষ্যে পাঠান তরুণ ইংলিশ ফরোয়ার্ড র‌্যাশফোর্ড।

১৬ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬।  

আরেক ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ১-০ গোলে হারানো আর্সেনালের পয়েন্ট ৩৪।

দিনের প্রথম ম্যাচে মোহামেদ সালাহর হ্যাটট্রিকে বোর্নমাউথকে ৪-০ গোলে হারানো লিভারপুলের পয়েন্ট ৪২।