ফুলহ্যামকে উড়িয়ে জয়ে ফিরল ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2018 10:57 PM BdST Updated: 08 Dec 2018 11:43 PM BdST
একের পর এক হার ও ড্রয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের দেখা পেয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল ফুলহ্যামকে সহজেই হারিয়েছে জোসে মরিনিয়োর শিষ্যরা।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার স্থানীয় সময় বিকালে ৪-১ গোলে জেতে ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির মাঠে হারের পর গত তিন ম্যাচে ড্র করেছিল সবশেষ ২০১২-১৩ মৌসুমে শিরোপা জেতা দলটি।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ইউনাইটেড। এক জনকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান ইংলিশ এই ফুটবলার।

২৮তম মিনিটে বেশ গোছানো এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। একাদশে ফেরা রোমেলু লুকাকুর পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছে বল বাড়ান মার্কাস র্যাশফোর্ড। প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা।
এরই সঙ্গে স্পেনের পঞ্চম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মাতা।
৪২তম মিনিটে লুকাকু ব্যবধান আরও বাড়ালে ম্যাচের লাগাম চলে যায় প্রতিযোগিতার সফলতম ক্লাবটির হাতে। মাতার ছোট ডি-বক্সের মুখে বাড়ানো বল বাঁ পায়ের শটে জালে পাঠান বেলজিয়ামের স্ট্রাইকার।

কিন্তু পরের মিনিটেই র্যাশফোর্ডকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যামেরুনের মিডফিল্ডার জাম্বো আগিসা। ১০ জনের দল নিয়ে বাকি সময়ে লড়াইও করতে পারেনি ফুলহ্যাম।
৮২তম মিনিটে উল্টো আরেকটি গোল খায় শেষ ছয় ম্যাচে হারা দলটি। ডি-বক্সের বাঁ দিক থেকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল লক্ষ্যে পাঠান তরুণ ইংলিশ ফরোয়ার্ড র্যাশফোর্ড।
১৬ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬।
আরেক ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ১-০ গোলে হারানো আর্সেনালের পয়েন্ট ৩৪।
দিনের প্রথম ম্যাচে মোহামেদ সালাহর হ্যাটট্রিকে বোর্নমাউথকে ৪-০ গোলে হারানো লিভারপুলের পয়েন্ট ৪২।
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
-
২০২৩ সালের জুনের পর আর নয়: বুফ্ফন
-
বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
-
জয়ে ফিরল ইউভেন্তুস
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- জয়ে ফিরল ইউভেন্তুস
- এইচ টি ইমাম আর নেই
- পপ শিল্পী জানে আলম আর নেই