বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ্সে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য সাগরদের

অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নিয়ে চীনের হাংজোওতে হতে যাওয়া বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের চার সাঁতারু।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 02:10 PM
Updated : 7 Dec 2018, 02:28 PM

আগামী ১১ ডিসেম্বর শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হবে ১৬ ডিসেম্বরে। এ প্রতিযোগিতায় অংশ নিবেন বাংলাদেশের চার সাঁতারু মাহফিজুর রহমান সাগর, মাহমুদুন্নবী নাহিদ, সোনিয়া আক্তার টুম্পা ও নাইমা আক্তার।

ছেলেদের ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে নাহিদ, মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাইয়ে টুম্পা, মেয়েদের ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনিয়া অংশ নেবেন। গত এসএ গেমসে সাতটি ব্রোঞ্জ জেতা সাগরের ইভেন্ট ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইল।

নিজের প্রিয় ইভেন্ট ৫০ মিটার ফ্রিস্টাইলে গত রিও দি জেনেইরো অলিম্পিকে ২৩ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছিলেন সাগর। নিজের সেরাকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যও আছে তার।

“বিশ্ব চ্যাম্পিয়নশিপ্সের মতো আসরে আমাদের অংশগ্রহণ অভিজ্ঞতা অর্জনের জন্য। এখানে নিজেদের সেরা টাইমিং করতে পারলে ওটাই হবে প্রাপ্তি। আমরা যে চার সাঁতারু যাচ্ছি, আশা করছি সবাই নিজেদের সেরাটা ওখানে দিতে পারব।”