২ সপ্তাহের জন্য মাঠের বাইরে বার্সার মালকম

গোড়ালির গাঁটে চোট পেয়ে প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 02:07 PM
Updated : 6 Dec 2018, 02:07 PM

কোপা দেল রেতে কুলতুরাল লেওনেসার বিপক্ষে ম্যাচে চোট পান মালকম। বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে জানানো হয় ১০ থেকে ১৫ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন মালকম।

ফলে শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে এবং মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না ২১ বছর বয়সী এই ফুটবলার।

কাম্প নউয়ে বুধবার তৃতীয় সারির ক্লাবটির বিপক্ষে ৪-১ গোলে জয় পায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে শেষ ষোলো নিশ্চিত করে এরনেস্তো ভালভেরদের দল। ম্যাচের ৪৩তম মিনিটে হেডে দলের তৃতীয় গোলটি করেন মালকম।

৮৪তম মিনিটে পা পিছলে বেকায়দায় পড়ে ডান পায়ের গোড়ালির গাঁটে চোট পান জুলাইয়ে কাতালান দলটিতে যোগ দেওয়া মালকম। এর আগেই তিনজন বদলি খেলোয়াড় মাঠে নামানোয় বাকি সময় একজন কম নিয়েই খেলতে হয় স্বাগতিকদের।