বড় জয়ে শেষ ষোলোয় বার্সা

প্রথম লেগের জয়ে কোপা দেল রের শেষ ষোলোয় এক পা দিয়েই রেখেছিল বার্সেলোনা। ফিরতি পর্বে শক্তিতে অনেক পিছিয়ে থাকা কুলতুরাল লেওনেসাকে উড়িয়ে দিয়ে বাকিটা সেরেছে এরনেস্তো ভালভেরদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 10:22 PM
Updated : 6 Dec 2018, 04:43 AM

কাম্প নউয়ে বুধবার রাতে ৪-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধান এগিয়ে শেষ ষোলোয় উঠেছে এরনেস্তো ভালভেরদের দল। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা।
 
তৃতীয় সারির ক্লাবটির মাঠে একমাত্র গোলের দেখা পেতে যোগ করা সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল লা লিগা চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে রেখে খেলতে নামা দলটির অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। ১৮তম মিনিটে ডি-বক্সে ইভান রাকিতিচের পাস পেয়ে শরীরটাকে ঘুরিয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন মুনির এল হাদ্দাদি।
 

২৬তম মিনিটে মাঝমাঠের কাছে রাকিতিচের বাড়ানো বল ধরে অনেকখানি এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেস। আর ৪৩তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়িয়ে পরের রাউন্ডের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এই গোলেও অবদান ছিল ক্রোয়াট মিডফিল্ডার রাকিতিচের।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান কমিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োসেপ সেনে। তবে ৭০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন দেনিস সুয়ারেস।
শেষ ষোলোয় আরও উঠেছে আতলেতিকো মাদ্রিদ, সেভিয়া, ভিয়ারিয়াল। তবে জিরোনার কাছে হেরে ছিটকে গেছে লা লিগায় দারুণ ছন্দে থাকা দেপোর্তিভো আলাভেস।