থাইল্যান্ডে অভিজ্ঞতা নেওয়াই মূল লক্ষ্য কিশোর ফুটবলারদের

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন্সের (উয়েফা) একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টে খেলতে আগামী শুক্রবার থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। এ প্রতিযোগিতায় অভিজ্ঞতা নেওয়াই মূল লক্ষ্য কিশোরদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 04:00 PM
Updated : 5 Dec 2018, 04:00 PM

স্বাগতিক থাইল্যান্ড, বাংলাদেশ, সাইপ্রাস ও মালদ্বীপ-এই চার দল নিয়ে আগামী ১০ ডিসেম্বর শুরু হবে প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে সাইপ্রাসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১২ ডিসেম্বর থাইল্যান্ড ও ১৪ ডিসেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে কিশোররা।

গত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেরা হয়েছে কিশোররা। তবে থাইল্যান্ডে বড় স্বপ্ন নয়, অভিজ্ঞতা নেওয়ার লক্ষ্য বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলনে জানান কোচ মোস্তফা আনোয়ার পারভেজ।

“এ আসরে অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য আমাদের। প্রতিপক্ষ বুঝে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। ছেলেরা ভালো ফল পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”

“মালদ্বীপ ছাড়া বাকি দুটি দল শক্তিশালী বলে মনে করি। তবে আমরা সবার সঙ্গে লড়াই করব। প্রতিযোগিতাটি ছেলেদের জন্য ভালো অভিজ্ঞতা হবে।”