ব্যালন ডি’অরে মেসির পঞ্চম হওয়া বার্সা কোচের কাছে হাস্যকর

ব্যালন ডি’অরে লিওনেল মেসির পঞ্চম হওয়াটা ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন এরনেস্তো ভালভেরদে। তবে পুরস্কার জয়ী লুকা মদ্রিচকে অভিনন্দন জানাতে ভোলেননি বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 09:08 AM
Updated : 5 Dec 2018, 09:08 AM

ক্রিস্তিয়ানো রোনালদো ও অঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে গত সোমবার ব্যালন ডি’অর জেতেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচ।

গত এক দশকে পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি ও রোনালদো। ২০০৬ সালের পর এই প্রথম ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা পাননি মেসি। বার্সেলোনার এই ফরোয়ার্ডের সামনে থেকে চতুর্থ হন ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপে।

ভোটে মেসির পঞ্চম হওয়াটা ‘হাস্যকর’ মন্তব্য করে ভালভেরদে জানালেন যারা ভোট দিয়েছে তাদেরকেই এসব প্রশ্নের উত্তর দিতে হবে।

“আমি এই পুরস্কারের অসঙ্গতি নিয়ে আলোচনা করতে চাই না।”

“আমি মনে করি যারা এটার জন্য ভোট দিয়েছে তাদেরকে উত্তর দিতে হবে। সবারই নিজের মতামত আছে। এটা আমাদের কাছে হাস্যকর।”

“জেতার জন্য আমরা মদ্রিচকে অভিনন্দন জানাই।”

গত মৌসুমে লা লিগায় ৩৪ গোল করে রেকর্ড পঞ্চমবারের মতো ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন মেসি। বার্সেলোনার হয়ে জেতেন লা লিগা ও কোপা দেল রের শিরোপা।

এবারের ব্যালন ডি’অরে ভোটে মেসি পান ২৮০ পয়েন্ট। মদ্রিচ ৭৫৩, ইউভেন্তুসের ফরোয়ার্ড রোনালদো ৪৭৬, আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমান ৪১৪ ও পিএসজির ফরোয়ার্ড এমবাপে ৩৪৭ পয়েন্ট পান।