ব্যালন ডি’অর জিততে আরও কার্যকর হতে চান এমবাপে

ব্যালন ডি’অর জিততে নিজেকে আরও কার্যকর করে তুলতে হবে বলে মনে করেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 02:41 PM
Updated : 4 Dec 2018, 02:41 PM

এ বছরের ব্যালন ডি’অরের লড়াইয়ে বিশ্বজুড়ে সাংবাদিকদের দেওয়া ভোটে চতুর্থ হন তরুণ এই ফুটবলার। সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচের নাম ঘোষণা করা হয়। প্রথমবারের মতো দেওয়া সেরা অনূর্ধ্ব-২১ পুরুষ ফুটবলারের পুরস্কার ‘কোপা অ্যাওয়ার্ড’ পান এমবাপে।

রাশিয়ায় বিশ্বকাপ জেতা এমবাপে সব ধরনের প্রতিযোগিতায় ক্লাব ও দেশের হয়ে চলতি বছর ৫৬ ম্যাচে করেছেন ৩২ গোল।

এমবাপের মতে, তার কাটানো অসাধারণ একটা বছরের স্বীকৃতি এই পুরস্কার। পিএসজি ও জাতীয় দলের সতীর্থদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “আমি এই পুরস্কার পেয়ে খুব খুশি।”

“আমি কখনোই বিশ্বকাপের রোমাঞ্চ ভুলব না। তাদেরকে ধন্যবাদ দেওয়ার এটাই উপযুক্ত সময়। আর পরিশ্রম করে যেতে এটা বাড়তি একটা অনুপ্রেরণা।”

“আমার পরবর্তী লক্ষ্য? সবকিছু জেতা। কঠোর পরিশ্রম করে এবং আমার সতীর্থদের সাহায্যে সেটা হবে।”

ব্যালন ডি’অর জিততে নিজের কার্যকারিতা বৃদ্ধির বিকল্প দেখছেন না এমবাপে।

“আমি যা করতে পারতাম তার সবই করেছিলাম। কিন্তু একটা ব্যালন ডি’অর জিততে যা করতে পারতাম তার সবটা নয়।”

“আর পার্থক্যটা সেখানেই। আমি যা করতে পারতাম তার সবই করেছিলাম। কিন্তু অনেক সময় আমি কার্যকর ছিলাম না।”

“এটা দেখিয়েছে যে ট্রফিটি জিততে এখনও আমার অনেক কিছু করতে হবে নাকি খুব সহজেই ওখানে গিয়ে একবারেই জেতা যাবে। এটা প্রমাণ করে যে আপনাকে পরিশ্রম করতে হবে এবং বিনয়ী থাকতে হবে।”