বিজেএমসিকে হারিয়ে সেরা আটে শিরোপাধারী আরামবাগ

এক জয়ে দুই প্রাপ্তি হয়ে গেল আরামবাগ ক্রীড়া সংঘের। স্বাধীনতা কাপে জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরুর সঙ্গে কোয়ার্টার-ফাইনালও নিশ্চিত করে নিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 01:15 PM
Updated : 4 Dec 2018, 01:15 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে ২-১ গোলে হারায় আরামবাগ।

একটি করে জয়ে ৩ পয়েন্ট করে নিয়ে আরামবাগের সঙ্গে সাইফ স্পোর্টিংয়েরও সেরা আটে খেলা নিশ্চিত হয়ে গেছে।

টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল বিজেএমসি। নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় আরামবাগ। ২৫ গজ দূর থেকে রবিউল হাসানের ফ্রি কিক সোহাগ হোসেনের গ্লাভস ছুঁয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।

৩৭তম মিনিটে সমতায় ফেরে গত ফেডারেশন কাপে কোয়ার্টার-ফাইনাল খেলা বিজেএমসি। মিসবাহ উদ্দিন আরিফের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর থেকে তড়িৎ শটে জাল খুঁজে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু।

প্রথমার্ধের যোগ করা সময়ে পল এমিলের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে মাপা শটে লক্ষ্যভেদ করে আরামবাগকে ফের এগিয়ে নেন আরিফুর রহমান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে না পারলেও স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান শিরোপাধারীরা।