মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে ফুটবলের বিজয় দেখছেন মদ্রিচ

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর আধিপত্য ভেঙে ব্যালন ডি’অর জেতাকে ‘ফুটবলের বিজয়’ হিসেবে দেখছেন লুকা মদ্রিচ। গত এক দশকে যারা যোগ্য হয়েও এই স্বীকৃতি পাননি, এবারের ব্যালন ডি’অর তাদের জন্য বলেও জানিয়েছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 07:24 AM
Updated : 4 Dec 2018, 07:24 AM

রোনালদো ও অঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে গত সোমবার ব্যালন ডি’অর জেতেন মদ্রিচ। গত এক দশকে এই পুরস্কার পাঁচবার করে জিতেছিলেন মেসি ও রোনালদো।

এ বছর বর্ষসেরার সবকটি পুরস্কারই ঘরে তুললেন মদ্রিচ। গত অগাস্টে রোনালদো ও মোহামেদ সালাহকে হারিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। পরের মাসে এই দুজনকে পেছনে ফেলেই ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন তিনি।

ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতার পর মেসি-রোনালদোকে প্রশংসা করতেও ভোলেননি গত বিশ্বকাপ দলকে ফাইনালে তোলা মদ্রিচ।

“গত দশ বছরে এ দুজন অনেকটা অসাধারণ পর্যায়ে ছিল।”  

“অতীতে চাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, ভেসলি স্নেইডারের মতো খেলোয়াড়েরা এটা জিততে পারত কিন্তু সেটা হয়নি।”

“শেষ পর্যন্ত মানুষ, আমি জানি না, তারা অন্যকিছু চেয়েছিল। আমি মনে করি এটা (ব্যালন ডি’অর পাওয়া) ফুটবলের বিজয়।”

“আমি খুশি যে আমি এটা জিতেছি, কিন্তু এই পুরস্কার তাদের জন্যও, যারা সম্ভবত জেতার যোগ্য হয়েও জিততে পারেনি।”