দেম্বেলের গতি-কৌশল নজর কেড়েছে বার্সা কোচের

লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে তরুণ ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 11:39 AM
Updated : 3 Dec 2018, 11:39 AM

কাম্প নউয়ে রোববার ২-০ গোলে জিতে সেভিয়াকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে কাতালান ক্লাবটি।

ম্যাচে দারুণ সব ডিফেন্স চেরা পাস বাড়িয়ে নজর কেড়েছেন দেম্বেলে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ম্যাচেও ২১ বছর বয়সী এই উইঙ্গারের পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন কোচ।

৩৬তম মিনিটে দলের প্রথম গোলে বড় অবদান ছিল দেম্বেলের। ডান দিকের বাইলাইনের কাছ থেকে তার বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন পিকে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে দেম্বেলের খেলায় নিজের মুগ্ধতার কথা জানান ভালভেরদে।

“সে ছিল ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে অনেক ভালো খেলেছিল। আশা করি, আরও অনেক ভালো ম্যাচ আসবে।”

“তার গতি, ড্রিবলিং, শট নেওয়া এবং গতির পরিবর্তন নজর কেড়েছে।”

১৪ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে শীর্ষে ওঠা বার্সেলোনার পয়েন্ট ২৮। একই দিনে আলাভেসের মাঠে ১-১ গোলে ড্র করা সেভিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।