বোর্দোর মাঠে পিএসজির হোঁচট

লিগ ওয়ানের এবারের আসরে প্রথম পয়েন্ট হারিয়েছে পিএসজি। বোর্দোর বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও প্রত্যাশিত জয় পায়নি টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 09:58 PM
Updated : 2 Dec 2018, 10:15 PM

বোর্দোর মাঠে রোববার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা পিএসজি ৩২তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন আনহেল দি মারিয়া।

দুই মিনিট পরেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। ডান দিক থেকে স্বদেশি ডিফেন্ডার দানি আলভেসের বাড়ানো বল ডান পায়ের শটে জালে পাঠান নেইমার। চলতি লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি একাদশ গোল।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড দি মারিয়ার বাঁ পায়ের শট পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের নিচু শটে বোর্দোকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড জিমি ব্রিয়াঁ।

এর কিছুক্ষণ পরই নেইমারকে তুলে নেন কোচ। খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় কদিন আগেই চোট কাটিয়ে ফেরা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।

স্বাগতিকদের সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৬৬তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে জোরালো শটে পিএসজিকে ফের এগিয়ে নেন কিলিয়ান এমবাপে।      

এরই সঙ্গে চলতি লিগে গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন এমবাপে। বিশ্বকাপ জয়ী ফরাসি এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।

টানা ১৫ জয়ের আশায় থাকা পিএসজি ৮৪তম মিনিটে আবারও গোল খেয়ে বসে। হেডে গোলরক্ষক আলফুঁস আরিওলাকে পরাস্ত করেন ডেনমার্কের ফরোয়ার্ড আন্দ্রেয়াস কর্নিলিউস।

১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৩। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোঁপেলিয়ে।