শেষ দিকের গোলে লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে যোগ করা সময়ের গোলে এভারটনকে হারিয়েছে লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 06:46 PM
Updated : 2 Dec 2018, 06:46 PM

নিজেদের মাঠ অ্যানফিল্ডে রোববারের ম্যাচটি ১-০ গোলে জেতে লিভারপুল। এ নিয়ে টানা ১৬ লিগ ম্যাচে এভারটনের বিপক্ষে অপরাজিত থাকল দলটি।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে মোহামেদ সালাহর বাড়ানো বলে সাদিও মানের ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে থিও ওয়ালকটের ক্রসে আন্দ্রে গোমেজের হেড ফিরিয়ে এভারটনকে এগিয়ে যেতে দেননি গোলরক্ষক আলিসন।

৮৮তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের কর্নারে ফন ডিক ফ্লিক করার পর বেলজিয়ামের ফরোয়ার্ড ভিভক ওরিগির শট পোস্টে লেগে ফেরে। এরপর ড্যানিয়েল স্টারিজের শট গিলফি সিগুর্দসনের হাতে লাগলে পেনাল্টির আবেদন করে লিভারপুল। রেফারি সাড়া দেননি।

অবশেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জয়সূচক গোল পায় লিভারপুল। কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেন ওরিগি।

১৪ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শনিবার বোর্নমাউথকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি।

রোববারের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল ফুলহ্যামকে ২-০ গোলে হারানো চেলসি ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

দিনের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৪-২ গোলে হারানো আর্সেনাল ৩০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম।

ষষ্ঠ স্থানে থাকা এভারটনের পয়েন্ট ২২। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে সপ্তম স্থানে আছে শনিবার সাউথ্যাম্পটনের সঙ্গে ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড।