ব্যালন ডি’অরের সেরা তিনে মেসির না থাকা হবে অদ্ভুত: ভালভেরদে

এবারের ব্যালন ডি’অরের সেরা তিনে লিওনেল মেসি না থাকলে তা অবাক করার মতো বিষয় হবে বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 02:44 PM
Updated : 2 Dec 2018, 02:44 PM

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২০১৮ সালের বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার পাবেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। পরের দুটি স্থানে যথাক্রমে থাকবেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ও ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।

খবরটি সত্যি হলে ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর দশ বছরের আধিপত্যের অবসান হবে। ২০০৭ সালে কাকা জেতার পর এই দুই তারকার বাইরে পুরস্কারটি জিততে পারেননি আর কেউ। সমান পাঁচবার করে জেতেন তারা। ২০০৬ সালের পর কখনোই তিনজনের সংক্ষিপ্ত তালিকার বাইরে থাকেননি আর্জেন্টাইন তারকা।

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মেসির সেরা তিনে না থাকার খবরটি অদ্ভুত লাগছে ভালভেরদের কাছে।

“এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ এবং পঞ্চম সপ্তাহের সেরা খেলোয়াড় মেসি। তাহলে অবশ্যই তৃতীয় ও চতুর্থ সপ্তাহে খুব খারাপ খেলেছে…ওহ, না, সে চোটে পড়েছিল!”

“আমরা কী বলতে পারি? যারা তালিকায় আছে তাদের অভিনন্দন জানাতে পারি। এটা একটু অদ্ভুত।”