ইপিএলে জয়ে ফিরল চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018 08:08 PM BdST Updated: 02 Dec 2018 08:08 PM BdST
দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে চেলসি। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ফুলহ্যামকে সহজেই হারিয়েছে মাওরিসিও সাররির দল।
রোববার স্ট্যামফোর্ড ব্রিজে স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচে ২-০ গোলে জেতে স্বাগতিকরা। গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পারের কাছে চলতি লিগে প্রথম হারের স্বাদ পেয়েছিল চেলসি।
শুরু থেকে আক্রমণাত্মক খেলা চেলসিকে গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। চতুর্থ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে অনেকটা এগিয়ে ডি-বক্সের ভেতরে পেদ্রোকে বাড়ান ফরাসি মিডফিল্ডার এনগোলো কঁতে। এক জনকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই উইঙ্গার। প্রিমিয়ার লিগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এটি চেলসির ১০০০তম গোল।
৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রুবেন লোফ্টাস-চিক। পেদ্রো, এদেন আজারের পা ঘুরে ডি-বক্সের ডানদিকে বল পেয়ে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই মিডফিল্ডার।
১৪ ম্যাচে নয় জয় ও চার ড্রয়ে চেলসির সংগ্রহ ৩১ পয়েন্ট।
সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শনিবার বোর্নমাউথকে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি। একই দিনে সাউথ্যাম্পটনের সঙ্গে ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২২।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও