বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জেতে বসুন্ধরা।
গত ফেডারেশন কাপের ফাইনালে ওঠার পথে শেখ জামালের সঙ্গে গ্রুপ পর্বে ১-১ ড্র করেছিল তারা।
অষ্টাদশ মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় প্রথমবারের মতো স্বাধীনতা কাপ খেলতে আসা বসুন্ধরা কিংস। কোস্টা রিকার মিডফিল্ডার দেনিয়েল কলিনদ্রেস সোলেরার কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী।
৩০তম মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংয়ের শট ক্রসবারে লাগলে সমতায় ফেরা হয়নি শেখ জামালের। বরং আট মিনিট পর আরেক গোল খেয়ে আরও পিছিয়ে পড়ে ২০১৩ সালের রানার্সআপরা।
কোস্টা রিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা সোলেরার ছোট পাস থেকে পাওয়া বলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে ছিল বসুন্ধরা কিংস; কিন্তু ৬৮তম মিনিটে মতিন মিয়ার ভলি হয় লক্ষ্যভ্রষ্ট। ৮৩তম মিনিটে ইমন বাবুর শট গোললাইনের একটু ওপর থেকে ডিফেন্ডার মঞ্জুর রহমান মানিক হেডে ফেরালে ব্যবধান বাড়েনি।
রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে ফয়সাল আহমেদের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ ব্যবধানে হারায় আবাহনী লিমিটেড।