মরিশাসে ২০তম সিদ্দিকুর

চতুর্থ রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মরিশাস ওপেনে যৌথভাবে ২০তম হয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 01:01 PM
Updated : 2 Dec 2018, 01:01 PM

অ্যানাহিতার ফোর সিজন গলফ ক্লাব কোর্সে রোববার সাতটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে নয় শট কম খেলে আরও দুই জনের সঙ্গে ২০তম হয়েছেন তিনি।

এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতার গত আসরে সিদ্দিকুরের অভিজ্ঞতা সুখের ছিল না। কাট মিস করে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

এ প্রতিযোগিতায় নিজের সেরা সাফল্য ২০১৬ সালে পেয়েছিলেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা এই গলফার সেবার দ্বিতীয় হয়েছিলেন।

শুরুর দুই রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলা সিদ্দিকুর তৃতীয় রাউন্ডে এক শট বেশি খেলে পিছিয়ে পড়েন। তবে চতুর্থ রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পারের চেয়ে ছয় শট কম খেলেন তিনি।

১১ লাখ ৪০ হাজার ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় পারের চেয়ে ২০ শট করে কম খেলে সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের কিতাইয়ামা কুর্ত।