নিজেকে ছাড়িয়ে মিরাজ

বোলিং আরও ধারাল হচ্ছে। ব্যাটিংয়ে উন্নতি হচ্ছে। মানসিকতা হয়ে উঠছে পরিণত। উন্নতির পথ ধরে ছুটে চলেছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর টেস্টের পারফরম্যান্সে একটি জায়গায় নিজেকে ছাড়িয়ে গেলেন রেকর্ড বইয়েও। নিজের পারফরম্যান্সকেই পেছনে ফেলে বাংলাদেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড নতুন করে গড়েছেন তরুণ অফ স্পিনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 10:19 AM
Updated : 2 Dec 2018, 10:19 AM

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু টেস্ট ক্রিকেটে মিরাজের পদচারণা। দ্বিতীয় টেস্টেই নিয়েছিলেন ১৫৯ রানে ১২ উইকেট। ১৮তম টেস্টে এসে ছাড়িয়ে গেলেন সেই পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টেও নিয়েছেন আবার ১২ উইকেট। তবে এবার রান খরচ হয়েছে ১১৭।

রেকর্ডের পথে প্রথম ইনিংসেই অনেকটা এগিয়ে যান মিরাজ। দ্বিতীয় দিন বিকেলে নিয়েছিলেন ৩ উইকেট। তৃতীয় দিন সকালে আরও ৪ উইকেট নিয়ে নেন টপাটপ। ৫৮ রানে ৭ উইকেট। রেকর্ড সেটিও। বাংলাদেশের কোনো অফ স্পিনারের প্রথম ৭ উইকেট। বাংলাদেশে কোনো অফ স্পিনারের সেরা বোলিং।

উইকেট শিকারের ক্ষুধা থামেনি দ্বিতীয় ইনিংসেও। এবার ৫৯ রানে শিকার ৫টি। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট নিলেন দ্বিতীয়বার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে দুই ইনিংসেই নিয়েছিলেন ৬টি করে উইকেট।

ম্যাচ শেষে মিরাজ জানালেন, রেকর্ড গড়া বোলিং করেছেন স্রেফ নিজের স্বাভাবিক বোলিং করেই।

“ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করেছি। এজন্যই উইকেট পেয়েছি। যদি ভালো জায়গায় বল না করতাম, তাহলে উইকেট পেতাম না, রানও হয়ে যেত।”

মিরাজের আগে বাংলাদেশের হয়ে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল এনামুল হক জুনিয়রের। ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের ম্যাচে এই বাঁহাতি স্পিনার ১২ উইকেট নিয়েছিলেন ২০০ রানে।

বাংলাদেশের হয়ে এক টেস্টে ১০ উইকেটের স্বাদ পেয়েছেন আর কেবল দুইজন বোলার। সবশেষ সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলাম ১১ উইকেট নিয়েছেন ১৭০ রানে। সাকিব এই কীর্তি গড়েছেন দুইবার। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রানে ১০ উইকেট, গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানে ১০টি।