ফিওরেন্তিনার মাঠে ইউভেন্তুসের জয়

ফিওরেন্তিনার বিপক্ষে নিজেদের সেরা রূপে মেলে ধরতে পারেনি ইউভেন্তুস। তবে সুযোগগুলো কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2018, 06:57 PM
Updated : 1 Dec 2018, 07:54 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকালে সেরি আয় ৩-০ গোলে জেতে টানা সাতবারের চ্যাম্পিয়নরা।

প্রতিযোগিতায় এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ইউভেন্তুস ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়তে বসেছিল। মার্কো বেনাস্সির জোরালো শট শেষ মুহূর্তে বাঁক খেয়ে পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় শিরোপাধারীরা।

২৫তম মিনিটে ডান দিক থেকে মাত্তিয়া দে শিলিওর ক্রস ফিওরেন্তিনার এক জনের হাতে লাগলে পেনাল্টির আবেদন করে ইউভেন্তুস। তবে ভিএআরের সাহায্য নিয়ে তা বাতিল করেন রেফারি। খানিক পর বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ক্রিস্তিয়ানো রোনালদো প্রতিপক্ষের বাধায় পড়ে গেলে আবারও পেনাল্টির আবেদন ওঠে। কিন্তু সাড়া মেলেনি রেফারির। 

৩১তম মিনিটে গোছানো এক আক্রমণে ইউভেন্তুসকে এগিয়ে দেন রদ্রিগো বেন্তানকুর। পাওলো দিবালার সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকেই বাঁ পায়ের নিচু শটে গোলটি করেন উরুগুয়ের মিডফিল্ডার।

বিরতির পর ইউভেন্তুসের রক্ষণে চাপ বাড়ায় স্বাগতিকরা। তবে আক্রমণভাগের ব্যর্থতায় পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিকে তেমন কোনো পরীক্ষায়ই ফেলতে পারছিল না তারা।

উল্টো আট মিনিটের ব্যবধানে আরও দুবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইউভেন্তুস।

৬৯তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ক্রসে স্লাইডিং শট নেন জর্জো কিয়েল্লিনি। বল গোলরক্ষকের হাতে লেগে উপরে উঠে যায়। হেড করতে রোনালদো ছুটে গেলেও মাথা ছোঁয়াতে পারেননি তিনি, এক ড্রপে বল ঠিকানা খুঁজে নেয়।

৭৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান আরও বাড়ান রোনালদো। ডি-বক্সে ফিওরেন্তিনার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় ইউভেন্তুস।

সেরি আয় অভিষেক মৌসুমে রোনালদোর এটি দশম গোল। ইউভেন্তুসের হয়ে তার মোট গোল হলো ১১টি।

১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে শীর্ষস্থান মজবুত করা ইউভেন্তুসের পয়েন্ট হলো ৪০।

১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৮।