বোর্নমাউথকে সহজেই হারাল ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে আরেকটি জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথকে সহজেই হারিয়ে চতুর্দশ রাউন্ড শেষে শীর্ষে থাকাটা নিশ্চিত করেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2018, 04:53 PM
Updated : 1 Dec 2018, 05:17 PM

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকালে ৩-১ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা।

দারুণ ছন্দে এগিয়ে চলা সিটি ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায়। লেরয় সানের শট গোলরক্ষক ছুটে গিয়ে ঠেকালে বল চলে যায় বের্নার্দো সিলভার পায়ে। বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন পর্তুগিজ এই মিডফিল্ডার।

৩৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় বোর্নমাউথ। তবে ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম উইলসনের শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন।

বেশিক্ষণ অবশ্য জাল অক্ষত রাখতে পারেননি এদেরসন। ৪৪তম মিনিটে অনেকখানি লাফিয়ে উইলসনের নেওয়া হেডে সমতায় ফেরে বোর্নমাউথ।

৫৩তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের শট এক জনের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লাগে। চার মিনিট পর তার গোলেই ফের এগিয়ে যায় স্বাগতিকরা। দানিলোর শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় বল লক্ষ্যে পাঠান ইংলিশ মিডফিল্ডার।

৭৯তম মিনিটে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ইলকাই গিনদোয়ান। বাঁ দিক থেকে সানের ছোট ডি-বক্সের মুখে বাড়ানো বল পা বাড়িয়ে জালে ঠেলে দেন জার্মান এই মিডফিল্ডার।  

১৪ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৩। ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৮। ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।