ইউভেন্তুসে ‘অপরিহার্য’ দিবালা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2018 10:21 PM BdST Updated: 30 Nov 2018 10:22 PM BdST
আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা ইউভেন্তুসের তারকাখচিত আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ২৬ গোল করা দিবালা চলতি মৌসুমে খুব বেশি গোলের দেখা পাননি। এ বছরের জুলাইয়ে দলে আসা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরেই বর্তমানে আক্রমণ সাজাচ্ছে ইউভেন্তুস।
এবারের সেরি আয় এ পর্যন্ত মোটে দুটি গোল করেছেন দিবালা। অন্যদিকে আক্রমণভাগের অন্য দুই সদস্য রোনালদো ও মারিও মানজুকিচ মিলে করেছেন ১৫ গোল। একা রোনালদো করেছেন ৯ গোল।
তবে চ্যাম্পিয়ন্স লিগে তুলনামূলক ভালো ছন্দে আছেন ২৫ বছর বয়সী দিবালা। সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে একটি হ্যাটট্রিকসহ করেছেন চার গোল। দলের সমন্বয়ের জন্য তরুণ এই ফুটবলার অপরিহার্য বলে মনে করেন আল্লেগ্রি।
“এটা সত্য যে সে কম গোল করছে। কিন্তু অন্যদিকে সে মিডফিল্ডার ও স্ট্রাইকারদের মধ্যে সংযোগ স্থাপন করছে। আর সব মিলিয়ে সে তার দক্ষতা দিয়ে আমাদের সবাইকে বিপদের বাইরে রাখে।”
“এই দৃষ্টিকোণ থেকে সে অনেক উন্নতি করছে। আর আমাদের জন্য সে খুব গুরুত্বপূর্ণ কারণ দল তার থেকে উপকৃত হয়।”
“মৌসুম শুরুর পর থেকে সে গোল করার অনেক সুযোগ পেয়েছে। গত মৌসুমের তুলনায় সে বেশি গোল করেনি। কিন্তু আমাদের খেলার জন্য সে অপরিহার্য।”
নিজেদের পরের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় ফিওরেন্তিনার মাঠে খেলতে নামবে ইউভেন্তুস।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ