মেসি-দেম্বেলে জুটিতে মুগ্ধ বার্সা কোচ

চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও উসমান দেম্বেলের বোঝাপড়ায় মুগ্ধ বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 10:48 AM
Updated : 29 Nov 2018, 10:48 AM

পিএসভির মাঠে বুধবার ২-১ গোলে জেতে বার্সেলোনা। ৬১তম মিনিটে দেম্বেলের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের দারুণ শটে দলকে এগিয়ে নেন মেসি। নয় মিনিট পর আর্জেন্টাইন তারকার ফ্রি কিকে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ পিকে।

সংবাদ মাধ্যমের খবর, শৃঙ্খলাভঙ্গের কারণে দেম্বেলের ওপর বিরক্ত দল। তবে পিএসভির বিপক্ষে ডান প্রান্ত দিয়ে দারুণ সব ডিফেন্স চেরা পাস বাড়িয়ে নজর কেড়েছেন ২১ বছর বয়সী এই উইঙ্গার।

ম্যাচ শেষে মেসি ও দেম্বেলের খেলার উচ্ছ্বসিত প্রশংসা করেন স্প্যানিশ কোচ ভালভেরদে।

“মেসি ও দেম্বেলে ডান প্রান্তে খুব ভালো জুটি গড়ে তুলেছিল। প্রায় সব পরিস্থিতিতেই গোলে শট নেওয়ার জন্য আপনি তাদের ওপর নির্ভর করতে পারতেন।”

“আমার দল অনেকগুলো বিপজ্জনক সম্ভাবনা তৈরি করেছিল, কিন্তু ম্যাচটা বড় বেশি উন্মুক্ত ছিল।”

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা ষোলোয় উঠেছে ভালভেরদের দল।