চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোকে ছাড়িয়ে মেসির গোলের রেকর্ড

ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন বার্সেলোনার লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 09:12 AM
Updated : 29 Nov 2018, 09:49 AM

পিএসভি আইন্দহোভেনের মাঠে বুধবার ২-১ গোলে জেতে বার্সেলোনা। ৬১তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে বিরতির আগে গোলশূন্য থাকা দলকে এগিয়ে নেন মেসি। নয় মিনিট পর আর্জেন্টাইন তারকার ফ্রি কিকে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ পিকে।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ গোল করলেন মেসি। বার্সেলোনার হয়ে এই প্রতিযোগিতায় ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ১০৬। রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ গোল করেছেন বর্তমানে ইউভেন্তুসে খেলা রোনালদো।

৬৬ গোল করে এই তালিকার তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রাউল গনসালেস। ২০০৯ সালে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা করিম বেনজেমা ৪৭ গোল করে আছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছেন বায়ার্ন মিউনিখের টমাস মুলার ও ইউভেন্তুসের কিংবদন্তি আলেস্সান্দ্রো দেল পিয়েরো। দুজনেই করেছেন ৪২টি করে গোল।