মারামারিতে জড়ানো ৪ ফুটবলারের শাস্তি

বসুন্ধরা কিংসকে হারিয়ে আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ম্যাচের শেষ দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত চার ফুটবলারকেই বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 07:26 PM
Updated : 28 Nov 2018, 07:28 PM
গত ২৩ নভেম্বর ফাইনালের শেষ দিকে বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ের এক পর্যায়ে বসুন্ধরার সুশান্ত ত্রিপুরা ও আবাহনীর নাবীব নেওয়াজ জীবন পরস্পরকে আঘাত করেন। এরপরই দৌড়ে এসে ত্রিপুরাকে পেছন থেকে পিঠে লাথি মারেন আবাহনীর মামুন মিয়া। এরপর মামুনকে লাথি মারেন বসুন্ধরার তৌহিদুল আলম সবুজ। চার জনকে লাল কার্ড দিয়ে রেফারি বের করে দেন। বুধবার ডিসিপ্লিনারি কমিটি ওই ঘটনার জন্য এই চার জনকে শাস্তি দিয়েছে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা বসুন্ধরা কিংসের পরবর্তী ৮ ম্যাচে খেলায় অংশ নিতে পারবেন না। এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে এই ডিফেন্ডারকে।

বসুন্ধরা কিংসের সবুজ ও আবাহনীর মামুনকে কমিটি পরের ছয় ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

আগামী এক মাসের মধ্যে তিন জনকেই জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবাহনীর জীবন দলের পরের দুই খেলায় অংশ নিতে পারবেন না।