‘নেইমারকে ফেরানো বার্সার জন্য ভালো হবে না’

নেইমার বার্সেলোনায় ফিরলে লা লিগা শিরোপাধারীদের জন্য তা ভালো সিদ্ধান্ত হবে না বলে মনে করেন ক্লাবটির সাবেক কোচ লুই ফন খাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 11:21 AM
Updated : 28 Nov 2018, 11:21 AM

গত বছর অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তাকে ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ও নাকি ফিরে আসতে আগ্রহী। ফরাসি ক্লাবটিও নাকি ২০ কোটি ইউরোতে তাকে ছাড়তে রাজি।

প্যারিসে যাওয়ার আগে বার্সেলোনার হয়ে ১৮৬ ম্যাচে ১০৫টি গোল করেন নেইমার। কিন্তু ফন খাল মনে করেন, তারকা এই ফরোয়ার্ডকে ফের দলে টানা লা লিগা চ্যাম্পিয়নদের ভুল সিদ্ধান্ত হবে।

“আমি মনে করি, এটা বার্সেলোনার জন্য ভালো নয়। কিন্তু এটা আমার ব্যক্তিগত মত।”

“নেইমার এখনও তরুণ খেলোয়াড় যে উন্নতি অব্যাহত রাখতে পারে। তাকে সবার আগে অবশ্যই দল অন্তঃপ্রাণ খেলোয়াড় হওয়া শিখতে হবে।”

“নেইমার বড় বেশি আত্মকেন্দ্রিক। আর এজন্যই আমি মনে করি, তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার আগে বার্সেলোনার সতর্ক হওয়া উচিত।”