চ্যাম্পিয়ন্স লিগে অনন্য মাইলফলকে রোনালদো

ভালেন্সিয়ার বিপক্ষে ইউভেন্তুস জেতায় দারুণ একটি মাইলফলকে পৌঁছেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচে জয় পেয়েছেন পর্তুগালের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 08:24 AM
Updated : 28 Nov 2018, 08:25 AM

‘এইচ’ গ্রুপে ম্যাচে গত মঙ্গলবার রাতে ইউভেন্তুস স্টেডিয়ামে মারিও মানজুকিচের গোলে ১-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোয় ওঠে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

মানজুকিচের গোলের নেপথ্যের নায়ক ছিলেন রোনালদো। সতীর্থের ছোট করে বাড়ানো বল ধরে রোনালদোর দেওয়া আড়াআড়ি ক্রসই নিখুঁত টোকায় জালে জড়ান ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

আর পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদোও পেয়ে যান প্রতিযোগিতাটিতে শততম জয়।

ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন রোনালদো। পরের চারটি পর্তুগিজ ফরোয়ার্ড জেতেন স্পেনের দল রিয়াল মাদ্রিদের হয়ে।