ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায় হতাশ মরিনিয়ো

মাঠে শিষ্যদের খেলার ধরনে হতাশ হওয়ার কথা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 02:43 PM
Updated : 27 Nov 2018, 02:43 PM

সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ দশ ম্যাচে মোটে চারটি জয় পেয়েছে মরিনিয়োর দল। সেই চার ম্যাচের তিনটিতেই শুরুতে গোল হজম করেছে তারা। এ সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারাতে হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের মতো দলের কাছে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় সুইস ক্লাব ইয়াং বয়েজের মুখোমুখি হবে ইউনাইটেড। এর আগে পর্তুগিজ কোচ মরিনিয়ো সাংবাদিকদের বলেন, “আমি চাই দল শক্তিশালীভাবে শুরু করুক, প্রতিপক্ষের উপর দাপট দেখাক, অপেক্ষায় থাকতে চাই না।”

“সম্ভবত আপনারা (গণমাধ্যম) বা সমর্থকরা মনে করেন, আমি তাদের ধীর গতিতে শুরু করতে বলি।…এটা ঠিক তার বিপরীত। আমি চাই দল শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ুক। আর এটা খানিকটা হতাশার।”

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে ইউভেন্তুস। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৫।