ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায় হতাশ মরিনিয়ো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2018 08:43 PM BdST Updated: 27 Nov 2018 08:43 PM BdST
মাঠে শিষ্যদের খেলার ধরনে হতাশ হওয়ার কথা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়ো।
সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ দশ ম্যাচে মোটে চারটি জয় পেয়েছে মরিনিয়োর দল। সেই চার ম্যাচের তিনটিতেই শুরুতে গোল হজম করেছে তারা। এ সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারাতে হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের মতো দলের কাছে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় সুইস ক্লাব ইয়াং বয়েজের মুখোমুখি হবে ইউনাইটেড। এর আগে পর্তুগিজ কোচ মরিনিয়ো সাংবাদিকদের বলেন, “আমি চাই দল শক্তিশালীভাবে শুরু করুক, প্রতিপক্ষের উপর দাপট দেখাক, অপেক্ষায় থাকতে চাই না।”
“সম্ভবত আপনারা (গণমাধ্যম) বা সমর্থকরা মনে করেন, আমি তাদের ধীর গতিতে শুরু করতে বলি।…এটা ঠিক তার বিপরীত। আমি চাই দল শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ুক। আর এটা খানিকটা হতাশার।”
চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে ইউভেন্তুস। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৫।
-
এভারটনকে হারিয়ে ক্ষতে প্রলেপ চেলসির
-
‘রোনালদোর ম্যাচ’ নিয়ে আশায় ইউভেন্তুস কোচ
-
সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’
-
নেপালে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ
-
আফগানদের বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ
-
ক্যারিয়ারের ‘কঠিনতম সময়ে’ ক্লপ
-
সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ সিমেওনে
-
চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ ও নোফেলের জয়
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের