ইউভেন্তুস কোচের চোখে চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট বার্সা

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি ম্যাচ ধরে ধরে সতর্কভাবে এগোতে চান ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। বার্সেলোনাকে এবারের আসরে ফেভারিট বলে মনে করছেন ইতালিয়ান এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 10:59 AM
Updated : 27 Nov 2018, 10:59 AM

১৯৯৬ সালে আয়াক্সকে হারিয়ে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তুরিনের ক্লাবটি। এরপর আল্লেগ্রির অধীনে ২০১৪-১৫ ও ২০১৬-১৭ আসরসহ পাঁচবার প্রতিযোগিতার ফাইনালে পৌঁছালেও একবারও শিরোপা ঘরে তুলতে পারেনি তারা।

গত জুলাইয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ইউভেন্তুসে যোগ দেওয়ায় অনেকেই এবারের আসরে তুরিনের ক্লাবটিকে এগিয়ে রাখছেন।

প্রতিযোগিতার গ্রুপ পর্বে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়ার মুখোমুখি হবে আল্লেগ্রির দল। গত ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছিল সেরি আয় চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা ইউভেন্তুস। তবে ঘরোয়া লিগের পারফরম্যান্স দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা বিবেচনা করতে রাজি নন আল্লেগ্রি।

“কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমাদের সতর্কভাবে ধাপে ধাপে এগোতে হবে। আমরা শেষ ষোলোয় উঠতে এবং গ্রুপ সেরা হতে চাই।”

“আমার মতে, প্রতিযোগিতাটির শিরোপা লড়াইয়ে বার্সেলোনা ফেভারিট। আমরাসহ আরও কয়েকটি দলের শিরোপা জয়ের উচ্চাকাঙ্ক্ষা আছে। প্রতি বছর আমাদের একই আকাঙ্ক্ষা থাকে।”

“গত বছর আমি বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ ফেভারিট। এই বছর আমি মনে করি, এটা বার্সেলোনা। আশা করি, এ বছর আমি ভুল প্রমাণিত হবো।”

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে ইউভেন্তুস। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৫।

আর দুই ম্যাচ হাতে রেখে এবারের আসরে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে এরনেস্তো ভালভেরদের বার্সেলোনা।