হাঁটুর চোটে মাঠের বাইরে বার্সার রাফিনিয়া

লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়ার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 03:18 PM
Updated : 25 Nov 2018, 03:18 PM

রোববার বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়, রাফিনিয়ার বাঁ হাঁটুর একটি লিগামেন্ট ছিড়ে গেছে।

শনিবার আতলেতিকোর মাঠে ১-১ ড্র ম্যাচের ৪৫তম মিনিটে চোট পেয়ে সের্হি রবের্তো মাঠ ছাড়লে দ্বিতীয়ার্ধের শুরুতে তার বদলি হিসেবে নেমেছিলেন রাফিনিয়া।

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রবের্তোকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী এগারো দিনে চারটি ম্যাচ খেলতে হবে এরনেস্তো ভালভেরদের দলকে। এমন সময়ে এই দুজনের চোট বড় ধাক্কা হয়ে এসেছে তাদের জন্য।

বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডাচ চ্যাম্পিয়ন পিএসভির মুখোমুখি হবে কাতালান দলটি।