নির্ধারিত হলো স্বাধীনতা কাপের গ্রুপ

স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘ এবার গ্রুপ পর্বে মোটামুটি সহজ পথ পাচ্ছে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী সাইফ স্পোর্টিং ও টিম বিজেএমসি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2018, 01:44 PM
Updated : 25 Nov 2018, 02:03 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রোববার প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। আগামী ১ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে গ্রুপ পর্বের খেলা।

প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডানের সঙ্গে ‘বি’ গ্রুপে আছে গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব।

কদিন আগে ফেডারেশন কাপের টানা তৃতীয় শিরোপা জেতা আবাহনীর সঙ্গে ‘সি’ গ্রুপে আছে ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

শীর্ষ পর্যায়ে প্রথম খেলতে এসে ফেডারেশন কাপের ফাইনালে ওঠা বসুন্ধরা কিংস আছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের অপর দুই দল স্বাধীনতা কাপের ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ওই আসরের রানার্সআপ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

স্বাধীনতা কাপ ২০১৮:

গ্রুপ-এ : সাইফ স্পোর্টিং, আরামবাগ, টিম বিজেএমসি

গ্রুপ-বি : চট্টগ্রাম আবাহনী, মোহামেডান, রহমতগঞ্জ, নোফেল

গ্রুপ-সি : আবাহনী, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা

গ্রুপ-ডি : শেখ জামাল, শেখ রাসেল, বসুন্ধরা কিংস