চেলসিকে প্রথম হারের স্বাদ দিল টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2018 01:28 AM BdST Updated: 25 Nov 2018 01:47 AM BdST
প্রথমার্ধে গোল করলেন ডেলে আলি, হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধে দারুণ নৈপুণ্যে সন হিয়ুং-মিনের করা গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় টটেনহ্যাম হটস্পার। শেষ দিকে অলিভিয়ে জিরুদ লক্ষ্যভেদ করলেও শেষ রক্ষা হয়নি চেলসির। ব্লুজ খ্যাত দলটিকে চলতি লিগে প্রথম হারের স্বাদ দিয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।
ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ৩-১ গোলে জেতা টটেনহ্যাম ১৩ ম্যাচ ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১২ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পাওয়া চেলসি ২৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার আলি। চেলসির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।
ষোড়শ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। এবারও এরিকসেনের ছোট পাস ধরে একটু এগিয়ে ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কেইন। চলতি মৌসুমে এটি তার ১১তম গোল।

৫৪তম মিনিটে একক প্রচেষ্টায় স্কোরলাইন ৩-০ করেন হিয়ুং-মিন। নিজেদের অর্ধ থেকে আলির বাড়ানো বল ধরে মাঝ মাঠ থেকে আক্রমণে ওঠা দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান।
ম্যাচের বাকিটা সময়ও একের পর এক আক্রমণে চেলসিকে কোণঠাসা করে রাখে টটেনহ্যাম। ৬৮তম মিনিটে কেইনের শট পোস্টের ওপর দিয়ে যায়। একটু পর আলির প্রচেষ্টায় বল ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি।
৮৫তম মিনিটে সেসার আসপিলিকুয়েতার বাড়ানো ক্রসে জিরুদ হেডে লক্ষ্যভেদ করলে ব্যবধান কমানো একমাত্র গোল পায় চেলসি।

মোহামেদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড ও লেরয় সানের গোলে ওয়াটফোর্ডের মাঠে ৩-০ ব্যবধানে জেতা লিভারপুল ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
এদিকে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৩ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে জোসে মরিনিয়োর দল।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়