ব্যালন ডি’অর রোনালদোর প্রাপ্য: আল্লেগ্রি

গত ১০ বছরে সমান পাঁচবার করে ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর আধিপত্য এবার ভাঙতে পারে বলে অনেকের ধারণা। তবে ইউভেন্তুসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির মতে, এ বছরও বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটির দাবিদার তার দলের পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2018, 02:38 PM
Updated : 23 Nov 2018, 02:38 PM

গত দুই বছরই এই পুরস্কার জিতেছেন রোনালদো। জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার আগে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রাখেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপে পর্তুগালের হয়ে একটি হ্যাটট্রিকও করেন তিনি। ইতালিয়ান ক্লাবটির হয়ে অভিষেক মৌসুমে শুরুটাও বেশ ভালো করেছেন তিনি।
 
তবে ইতালির ক্রীড়া পত্রিকা তুত্তোস্পোর্তের খবর অনুযায়ী, এবারে পুরস্কারটি পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন রাফায়েল ভারানে, লুকা মদ্রিচ ও কিলিয়ান এমবাপে। তবে ইতালিয়ান কোচ আল্লেগ্রির বিশ্বাস, তার দলের তারকা ফরোয়ার্ড আবারও এই সম্মান অর্জন করেছেন।
 
“ব্যালন ডি’অরের মনোনয়ন সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু ক্রিস্তিয়ানো যা কিছু করেছে, তাতে সে এটার দাবিদার।”