ইংলিশ প্রিমিয়ার লিগে এসে ‘উন্নতি হয়েছে’ গুয়ার্দিওলার

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর কোচ হিসেবে নিজের উন্নতি হয়েছে বলে মনে করেন পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 11:52 AM
Updated : 22 Nov 2018, 11:52 AM

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে সফল অধ্যায় শেষে ২০১৬ সালে সিটির দায়িত্ব নেন স্প্যানিশ এই কোচ। ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পাশাপাশি ১০০ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়ে সিটি। পুরো মৌসুম জুড়ে মাত্র ১৪ পয়েন্ট হারানো দলটি গোল করে মোট ১০৬টি, ম্যাচ জিতে ৩২টি। দুটিই প্রিমিয়ার লিগের রেকর্ড।

চলতি মৌসুমে প্রতিযোগিতায় ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে রয়েছে গুয়ার্দিওলার দল।

বুধবার স্কাই স্পোর্টসকে গুয়ার্দিওলা বলেন, “জার্মানিতে যেমন ছিলাম তার চেয়ে এখন আমি তুলনামূলক ভালো কোচ। আর যখন বার্সেলোনায় ছিলাম তার চেয়েও এখন ভালো, শুধু এখানে থাকার কারণে।”

“এখন এখানে থাকায় আমার নিজেকে আরও ভালো ম্যানেজার বলে মনে হচ্ছে। কারণ আমি অনেক রকম পরিস্থিতিতে এই অবিশ্বাস্য লিগটা সামলাতে শিখেছি।”

“আমরা একটা কাজ করছি, সারা পৃথিবীর সবাই আমাদের দেখছে। এটা চমত্কার।”