গুরুতর নয় নেইমারের চোট

ক্যামেরুনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের কুঁচকিতে পাওয়া চোট গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন দলটির চিকিৎসক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 09:31 AM
Updated : 21 Nov 2018, 09:31 AM

মঙ্গলবার চোট পেয়ে ম্যাচের অষ্টম মিনিটেই মাঠ ছাড়েন ব্রাজিলের অধিনায়ক। দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতে রিশার্লিসনের একমাত্র গোলে প্রতিপক্ষকে সহজেই হারায় ব্রাজিল।

প্রাথমিকভাবে গুরুতর নয় বলে জানালেও চোটের মাত্রা বুঝতে স্ক্যানের প্রয়োজন হবে বলে জানান দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।। তবে তিনি আত্মবিশ্বাসী যে বড় সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে না ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে।

“নেইমার ডান কুঁচকিতে অস্বস্তি বোধ করার কথা বলছিল। সে মাঠ ছাড়ল। পর্যবেক্ষণের পর ড্রেসিং রুমেই তার চিকিৎসা শুরু হয়।”

“অবস্থা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে এমআরআই করার পাশাপাশি আরও একটু সময় লাগবে। কিন্তু এটাকে গুরুতর চোট মনে হচ্ছে না। পরিস্থিতির উন্নতি বুঝতে ২৪ ঘন্টা অপেক্ষা করাটা জরুরি।”

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে নেইমারের ক্লাব পিএসজি।