উরুগুয়েকে হারাল ফ্রান্স

অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে জয়ের পথে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 10:31 PM
Updated : 20 Nov 2018, 10:53 PM

প্যারিসে মঙ্গলবার রাতে ১-০ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলটি করেন চেলসি স্ট্রাইকার জিরুদ। গত শুক্রবার উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছিল দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

ম্যাচের প্রথম ১৫ মিনিটে দারুণ দুটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। চতুর্থ মিনিটে জিরুদের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার ১০ মিনিট পর গোল করার মতো জায়গায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন কিলিয়ান এমবাপে।

প্রতিপক্ষ গোলরক্ষকের চ্যালেঞ্জের মুখে বেকায়দায় পড়ে কাঁধে ব্যথা পেয়ে ৩৬তম মিনিটে মাঠ ছাড়েন পিএসজি ফরোয়ার্ড এমবাপে।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ফ্রান্স। ডি-বক্সের মধ্যে ব্রুনো মেন্দেসের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। জাতীয় দলের হয়ে জিরুদের এটা ৩৩তম গোল।       

আরেক প্রীতি ম্যাচে ইন্টার মিলানের ফরোয়ার্ড মাত্তেও পলিতানোর একমাত্র গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ইতালি।

উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ-৩ থেকে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা পর্তুগাল নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি। আগেই অবনমন নিশ্চিত হওয়া পোলিশদের পয়েন্ট ২।