নেইমারের অধিনায়কত্বে খুশি ব্রাজিল কোচ

ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক হিসেবে নেইমার আরও পরিণত হচ্ছেন বলে মনে করেন দলটির কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 10:20 AM
Updated : 20 Nov 2018, 11:05 AM

রাশিয়া বিশ্বকাপে বার বার অধিনায়ক বদল করেন তিতে। দায়িত্ব পান চিয়াগো সিলভা, মার্সেলো, মিরান্দার মতো একাধিক খেলোয়াড়। টুর্নামেন্টের শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে বিদায়ের পর নেইমারকে স্থায়ী অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।

তিতের মতে, অধিনায়ক হিসেবে নিজেকে ভালোভাবে গড়ে তুলছেন ২৬ বছর বয়সী এই তারকা। পিএসজির এই ফরোয়ার্ডের নেতৃত্বে বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।

“অধিনায়কত্ব কোনো পুরস্কার নয়, এটা একটা দায়িত্ব। আমি চাই, সংবাদ মাধ্যমে সে আরও মন খুলে কথা বলুক এবং নিজেকে পরিণত করুক। বিষয়গুলো যেভাবে ঘটেছে তাতে আমি খুশি।”

“ড্রেসিং রুমে সে একজন ব্যক্তিত্ব, আর মাঠে একজন নেতা।”

“যখন আপনি অধিনায়ক, তখন কিভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, নিশ্চিতভাবেই এটা এখন পর্যন্ত একটা সাফল্য।”

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় প্রীতি ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।