নেইমার-কাভানির মধ্যে কোনো সমস্যা দেখছেন না এমবাপে

দুই জনের মধ্যে ঝামেলা হয়েছিল গত মৌসুমের শুরুতেই। সম্প্রতি জাতীয় দলের হয়ে মুখোমুখি লড়াইয়ে এদিনসন কাভানি ও নেইমারের মধ্যে একটি তিক্ত ঘটনাকে কেন্দ্র করে তাদের একসঙ্গে খেলতে সমস্যা হবে বলে আবার শঙ্কা জেগেছে। তবে এ নিয়ে তেমন কিছু হবে না বলেই বিশ্বাস পিএসজিতে তাদের সতীর্থ কিলিয়ান এমবাপের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 10:16 AM
Updated : 20 Nov 2018, 11:06 AM

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গত শুক্রবার এক প্রীতি ম্যাচে ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে করা নেইমারের একমাত্র গোলে উরুগুয়েকে হারায় ব্রাজিল।

ম্যাচে বাঁ দিক দিয়ে বারবার উরুগুয়ের রক্ষণে ভীতি ছড়ানো নেইমারকে এক পর্যায়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন কাভানি। এই ঘটনায় দুজনের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। শেষে ব্রাজিল অধিনায়ককে উঠে দাঁড়াতে সাহায্য করেন উরুগুয়ে স্ট্রাইকার।

অনেকের ধারণা, এই ঘটনার কারণে প্যারিসে ফেরার পর দুজনের মধ্যে সমস্যা হতে পারে। তবে এমবাপের দৃঢ় বিশ্বাস, কোনো সমস্যাই হবে না। নেইমারের সঙ্গে এ নিয়ে নাকি মজাও করেছেন তিনি।

“কাভানি একজন দারুণ খেলোয়াড়। সে পিএসজির জন্য গুরুত্বপূর্ণ। নেইমারের সঙ্গে যা হয়েছে…আমি নেইমারকে হোয়াটসঅ্যাপে ভিডিওসহ একটা বার্তা পাঠিয়েছি। সে হেসেছে। সুতরাং কিছুই হয়নি।”

“তারা নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করছিল। আর অমনটা করার বিষয়ে তারা ঠিকই ছিল। দুজনেই নিজেদের সেরাটা দিয়েছে।”

“পিএসজিতে এর কোনো রেশ থাকবে না। এখনও তারা একে অপরকে জড়িয়ে ধরবে এবং একসঙ্গে গোল করবে। সুতরাং কোনো সমস্যা নেই।”