‘এখনও পর্তুগাল দলের অংশ রোনালদো’

বিশ্বকাপের পর থেকে দেশের হয়ে আর মাঠে নামেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তাকে এখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখেন পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 10:25 AM
Updated : 18 Nov 2018, 10:25 AM

৩৩ বছর বয়সী এই তারকা সবশেষ পর্তুগাল দলে খেলেছেন রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় উরুগুয়ের বিপক্ষে। সে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা।

ইউভেন্তুসের এই ফরোয়ার্ডকে ছাড়া এরই মধ্যে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। শনিবার সান সিরোতে ‘এ’ লিগে গ্রুপ-৩ এর ম্যাচে ইতালির সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথম দল হিসেবে আগামী জুনে হতে যাওয়া শিরোপা লড়াইয়ে পা রাখে সান্তোসের দল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলে রোনালদোর গুরুত্ব তুলে ধরেন সান্তোস।

“এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের মনে এখনও সন্দেহ আছে কি-না আমি জানি না। কিন্তু ক্রিস্তিয়ানো এই দলের অংশ।”

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের সর্বকালের সেরা গোলদাতা রোনালদো এ পর্যন্ত করেছেন ৮৫টি গোল। দেশের হয়ে সবচেয়ে বেশি ১৫৪ ম্যাচ খেলার রেকর্ডও তার। আন্তর্জাতিক ফুটবলে পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলারের চেয়ে বেশি গোল আছে শুধু ইরানের আলি দাইয়ের (১০৯)।