গুয়ার্দিওলার সিটি থেকে অনুপ্রাণিত ব্রাজিল কোচ

নিজেদের খেলায় ভারসাম্য তৈরিতে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি থেকে প্রেরণা নিচ্ছেন বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2018, 12:22 PM
Updated : 17 Nov 2018, 12:25 PM

আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে শুক্রবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারায় ব্রাজিল। ৭৬তম মিনিটে স্পট কিকে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার।

লুইস সুয়ারেস ও এদিনসন কাভানির নেতৃত্বে উরুগুয়ের করা কয়েকটি ভালো আক্রমণ রুখে দেন গোলরক্ষক আলিসন। কঠিন লড়াই করে জেতার পর সংবাদ সম্মেলনে সন্তুষ্টি প্রকাশ করেন তিতে।

“তারা দুটি ভিন্ন কৌশলে খেলেছে এবং দুটোতেই ভালো করেছে। তারা সুযোগ তৈরি করেছিল। আক্রমণভাগে তাদের বিপজ্জনক সব খেলোয়াড় আছে।”

“এই ম্যাচে তারা যা কিছু করল, এরপরও আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি। উরুগুয়েকে নিয়ন্ত্রণ করা কঠিন।”

“টানা তৃতীয় ম্যাচে (আসলে পাঁচ ম্যাচে) আমাদের জাল অক্ষত থাকলো। বিশেষ করে ইংল্যান্ডে আমি যখন ম্যানচেস্টার সিটিকে দেখি, তারা যেভাবে খেলায় ভারসাম্য রাখে আমরাও নিজেদের খেলায় তেমনটা চেষ্টা করছিলাম।”

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় ক্যামেরুনের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।