ফ্রান্সকে হারিয়ে মধুর প্রতিশোধ নেদারল্যান্ডসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2018 03:49 AM BdST Updated: 17 Nov 2018 04:41 AM BdST
শুরু থেকে শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ, আক্রমণে ফ্রান্সের ওপর আধিপত্য করল নেদারল্যান্ডস। প্রথমার্ধে জর্জিনিয়ো ভিনালডাম দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান বাড়ালেন মেমফিস ডিপাই। উয়েফা নেশন্স লিগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল ডাচরা।
নিজেদের মাঠে শুক্রবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-১-এর দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতে নেদারল্যান্ডস। প্রথম লেগে ফ্রান্সের মাঠে ২-১ গোলে হেরেছিল রাশিয়া বিশ্বকাপের বাছাই পেরুতে ব্যর্থ হওয়া দলটি।
দারুণ এ জয়ে ব্যর্থতার এক বৃত্তও ভাঙল নেদারল্যান্ডস। ২০০৮ সালের ইউরোতে ফ্রান্সকে ৪-১ গোলে হারানোর পর টানা শেষ পাঁচ ম্যাচ ফরাসিদের কাছে হেরেছিল তারা।

দশম মিনিটে প্রতিআক্রমণ থেকে সতীর্থের ক্রসে গ্রিজমানের হেড ঠেকিয়ে ফ্রান্সকে এগিয়ে যেতে দেননি গোলরক্ষক সিলেসেন। প্রথমার্ধে বলার মতো আর কোনো আক্রমণে শানাতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।
শুরু থেকে ফ্রান্সকে চাপে রাখা নেদারল্যান্ডস ৪৪তম মিনিটে কাঙিক্ষত গোলের দেখা পায়। বাঁ দিক থেকে আসা একটি ক্রস ফ্রান্সের স্তেফান জঞ্জি হেডে ফেরাতে গেলে বল চলে যায় রায়ান বাবেলের পায়ে। এই মিডফিল্ডারের শট লরিস ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার ভিনালডাম।

যোগ করা সময়ে ডি জংকে সিসোকো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে ফরাসিদের হার নিশ্চিত হয়ে যায়।
এরই সঙ্গে দিদিয়ের দেশমের দলের টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার গর্বও চূর্ণ হলো।
৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।
আর ডাচদের এই জয়ে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা জার্মানির ‘বি’ লিগে অবনমন নিশ্চিত হয়ে গেছে।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ডলারের তেজ খানিকটা কমল
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’