মেসির আর্জেন্টিনা দলে ফেরা নিয়ে আত্মবিশ্বাসী কোচ

লিওনেল মেসি দ্রুতই জাতীয় দলে ফিরবেন বলে মনে করেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। তবে এ বিষয়ে তারকা এই ফরোয়ার্ডের সঙ্গে অবশ্য কোনো কথা হয়নি তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2018, 11:55 AM
Updated : 16 Nov 2018, 11:55 AM

শনিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে সংবাদ সম্মেলনে মেসির ফেরা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন স্কালোনি।

“সে কোপা আমেরিকায় আসছে কিনা তা নিয়ে আমি তার সঙ্গে কথা বলিনি। আমি বিশ্বাস করি যে সে জাতীয় দলে ফিরবে।”

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর দেশের হয়ে মাঠে নামেননি মেসি। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন মেসি। পরে অবসর ভেঙে ফিরে আসেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় মেক্সিকোর বিপক্ষে আবার মুখোমুখি হবে আর্জেন্টিনা।