‘কোপা আমেরিকার ফাইনালে উঠতেই হবে ব্রাজিলকে’

আগামী বছর ঘরের মাঠে কোপা আমেরিকায় ব্রাজিল ন্যূনতম ফাইনালে পৌঁছাতে না পারলে যে কোনো ফলকেই ব্যর্থতা হিসেবে দেখা হবে বলে মনে করেন দলটির কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2018, 09:21 AM
Updated : 16 Nov 2018, 09:22 AM

১৯৮৯ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতার আয়োজক হয়েছে ব্রাজিল। ফেভারিট হিসেবেই তাই টুর্নামেন্ট শুরু করবে তিতের দল।

রাশিয়া বিশ্বকাপেও অবশ্য ফেভারিটের তালিকায় ওপরের দিকেই ছিল ব্রাজিলের নাম। তবে শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে শেষ হয় নেইমারদের বিশ্বকাপ যাত্রা।

২০০৭ সালের পর আর কোপা আমেরিকার ফাইনালে পৌঁছাতে পারেনি ব্রাজিল। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় প্রীতি ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোপা আমেরিকায় ভালো করার আশাবাদ জানান তিতে।

“আমাদের অবশ্যই খুব ভালো খেলতে হবে। আর অবশ্যই জিততে হবে। আমাদের অবশ্যই চ্যাম্পিয়ন হতে হবে। ন্যূনতম ফাইনালে আমাদের পৌঁছাতেই হবে।”

“আর এর আগে, ভালো পারফর্ম করতে হবে। আমি এটা বলছি তার কারণ সাংস্কৃতিকভাবে আমরা এমন একটা দেশে থাকি যারা ফুটবল নিয়ে বাঁচে।”

মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন।