স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার শ্বাসরুদ্ধকর জয়

দ্বিতীয়ার্ধে বারবার রং পাল্টানো লড়াইয়ে দুবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল স্পেন। তবে শেষ রক্ষা হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ মুহূর্তের গোলে অসাধারণ এক জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 09:46 PM
Updated : 15 Nov 2018, 10:54 PM

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ-৪এ ৩-২ গোলে জেতে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপরা। সেপ্টেম্বরে জ্লাতকো দালিচের দলকে ঘরের মাঠে পেয়ে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন।

দলের শেষ দুই গোল করে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক এই ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবলে জালের দেখা না পাওয়া তিন ইয়াদভাই।

ম্যাচের শুরু থেকে দুদলের খেলায় গতির কমতি ছিল না। কিন্তু উভয় পক্ষের খেলোয়াড়দের বারবার ভুল পাসে নষ্ট হচ্ছিল ছন্দ। তারই মাঝে তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। ইন্টার মিলানের ফরোয়ার্ড ইভান পেরিসিচের পোস্ট ঘেঁষা শটটি ঝাঁপিয়ে ঠেকান দাভিদ দে হেয়া।

প্রথমার্ধে একচেটিয়া বল দখলে রাখা স্পেন ৪৫তম মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয়। ১৫ গজ দূর থেকে ইসকোর সেই শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক লোভরে কালিনিচ।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। বাঁ দিক থেকে পেরিসিচের হেডে বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে ঠিকানায় পাঠান হফেনহাইম ফরোয়ার্ড আনদ্রেই ক্রামারিচ।

ব্যবধানটা অবশ্য দুই মিনিটও ধরে রাখতে পারেনি ক্রোয়াটরা। ৫৬তম মিনিটে বাঁ-দিক থেকে ইসকোর পাস পেয়ে কাছ থেকে বাঁ পায়ের শটে দলকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার দানি সেবাইয়োস।

৬২তম মিনিটে সের্হি রবের্তোর শট কালিনিচ ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল গোলমুখে পেয়ে ইয়াগো আসপাসের নেওয়া শট ক্রসবারে লাগলে হতাশ হতে হয় অতিথিদের।

৬৯তম মিনিটে বাঁ দিক থেকে লুকা মদ্রিচের দূরের পোস্টে বাড়ানো অসাধারণ ক্রসে ডিফেন্ডার ইয়াদভাই হেডে বল জালে পাঠালে ফের এগিয়ে যায় ক্রোয়েশিয়া। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল।

তিন মিনিট পর দারুণ এক পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেয়েছিলেন আন্তে রেবিচ। তবে ওয়ান-অন-ওয়ানে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। দারুণ ক্ষিপ্রতায় বাঁয়ে ঝাঁপিয়ে রুখে দেন দে হেয়া।

৭৮তম মিনিটে অধিনায়ক সের্হিও রামোসের স্পট কিকে ফের সমতায় ফেরে স্পেন। ডি-বক্সে ডিফেন্ডার শিমে ভারসালকোর হাতে বল লাগলে পেনাল্টিটি পায় স্প্যানিশরা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে ব্যবধান গড়ে দেওয়া গোল। রেবিচের বদলি নামা মিডফিল্ডার ইয়োসিপ ব্রেকালোর শট দারুণ নৈপুণ্যে দে হেয়া রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল কোনাকুনি শটে জালে পাঠান বায়ার লেভারকুসেনের ডিফেন্ডার ইয়াদভাই।

চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। তিনটি করে ম্যাচ খেলা ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পয়েন্ট সমান ৪ করে। শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা।

 ‘এ’ লিগের গ্রুপ ২-এ জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম। আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯।