আগামী মৌসুমে ইপিএলে ভিএআর

ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী মৌসুমে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করা হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 03:22 PM
Updated : 15 Nov 2018, 03:24 PM

লিগের ক্লাবগুলো ২০১৯-২০ আসরে ভিএআর ব্যবহারের বিষয়ে রাজি হয়েছে বলে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে জানানো হয়।

লিগ কর্তৃপক্ষ এখন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ও ফিফার কাছে ভিএআর ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইবে।

গত জুন-জুলাইয়ে রাশিয়া বিশ্বকাপে ভিএআর ব্যবহৃত হয়েছিল। ইতালির সেরি আ, জার্মানির বুন্ডেসলিগা, স্পেনের লা লিগা ও ফ্রান্সের লিগ ওয়ানে এই প্রযুক্তির ব্যবহার হয়। ইংলিশ ফুটবলে এফএ কাপ ও লিগ কাপেও ভিএআর চালু রয়েছে।