‘আগামী বছর আর্জেন্টিনা দলে ফিরবে মেসি’

২০১৯ সালে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরবেন বলে মনে করেন দলটির মহাব্যবস্থাপক হোর্হে বুরুচাগা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 01:59 PM
Updated : 15 Nov 2018, 03:31 PM

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর দেশের হয়ে মাঠে নামেননি মেসি। এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন এই তারকা খেলোয়াড়। ২০০৫ সালের অগাস্টে অভিষেকের পর এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১২৮ ম্যাচ খেলে ৬৫ গোল করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
 
২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে একবার বিদায় জানিয়ে দিয়েছিলেন মেসি। পরে অবশ্য অবসর ভেঙে ফিরে আসেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। দেশের হয়ে চারটি বড় আসরের ফাইনাল খেললেও কোনো শিরোপা জিততে পারেননি মেসি।
 
বুরুচাগা আত্মবিশ্বাসী যে সামনের বছর জাতীয় দলে ফিরবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
 
“এই মুহূর্তে মেসির ফেরার জন্য কোনো তারিখ নির্ধারিত নেই। আর এই বছর শেষ হওয়ার আগে সে ফিরবে না।”
 
“কিন্তু এটা অসম্ভব যে সে আবারও জাতীয় দলে খেলবে না। তার অনুপস্থিতি ক্ষণস্থায়ী।”
 
“আমি নিশ্চিত যে আগামী বছর, আবারও সে আর্জেন্টিনা জাতীয় দলে থাকবে।”
 
শনিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। চার দিন পর একই প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।