প্রথমার্ধের খেলাকে দুষছেন বার্সা কোচ

লা লিগায় রিয়াল বেতিসের কাছে হারের পেছনে ম্যাচের প্রথমার্ধে দলের বাজে পারফরম্যান্সই মূল কারণ বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 12:48 PM
Updated : 12 Nov 2018, 12:51 PM

ঘরের মাঠ কাম্প নউয়ে রোববার ৪-৩ গোলে হারে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি লিগে বার্সেলোনার এটি দ্বিতীয় হার।

রক্ষণের দুর্বলতায় বিরতির আগেই দুই গোল হজম করে ভালভেরদের দল। তিন সপ্তাহ পর মাঠে ফেরা লিওনেল মেসির নেতৃত্বে দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। ২০০৩ সালের পর এই প্রথম ঘরের মাঠে ৪ গোল হজম করে বার্সেলোনা। ২০০৩ সালের এপ্রিলে দেপোর্তিভো লা করুনার কাছে ওই ম্যাচে ৪-২ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি।

দলের রক্ষণভাগের প্রথমার্ধের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ভালভেরদে। এ নিয়ে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন স্প্যানিশ এই কোচ।

“আমরা কখনোই ম্যাচে ফিরতে পারিনি। আমরা প্রথমার্ধে ভালো খেলিনি। আর তারা ইতিবাচক একটি সুবিধা পেয়েছিল। প্রথমার্ধের পারফরম্যান্সের চরম মূল্য দিতে হলো আমাদের।”

“আমরা ভালো শুরু করিনি। আর আমাদের কিছু কমতি ছিল।… এ বিষয়ে আমাদের উন্নতি করতেই হবে।”

লিগে ১২ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।