সোলারির কাজে ‘খুব খুশি’ রিয়াল

রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির কাজের প্রশংসা করেছেন ক্লাবের পরিচালক এমিলিও বুত্রাগেনো। আর্জেন্টাইন এই কোচকে নিয়ে ক্লাব কর্তৃপক্ষ খুব খুশি বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 11:30 AM
Updated : 12 Nov 2018, 11:30 AM

রোববার লা লিগায় সেল্তা ভিগোকে ৪-২ গোলে হারায় রিয়াল। এ নিয়ে সোলারির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবকটিতে জিতল মাদ্রিদের ক্লাবটি।

গত ২৯ অক্টোবর হুলেন লোপেতেগিকে ছাঁটাই করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সোলারিকে দায়িত্ব দেয় রিয়াল। এবার স্থায়ীভাবেও ক্লাবটির ডাগআউটে দেখা যেতে পারে ৪২ বছর বয়সী এই কোচকে।

সোলারির কাজে খুশি বুত্রাগেনো বলেন, “সত্যিটা হলো আমরা তাকে নিয়ে খুব খুশি।”

“কোনো সন্দেহ নেই যে সে খুব বিশেষ একটি মুহূর্তে এসেছে এবং খুব ভাল ফল অর্জন করতে পেরেছে। এটা খুব জটিল একটা ম্যাচ ছিল। আমাদের চোটের সমস্যাও ছিল।”

লিগে ১২ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।