অলিম্পিক মহিলা ফুটবলের বাছাইয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

টোকিও অলিম্পিকের মেয়েদের ফুটবলের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 11:09 AM
Updated : 11 Nov 2018, 11:09 AM

মিয়ানমারে রোববার ৭-১ গোলে হারে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৫-০ ব্যবধানে হেরেছিল গোলাম রব্বানী ছোটনের দল।

প্রথমার্ধে তিন গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ষোড়শ মিনিটে কমলা দেবীর লক্ষ্যভেদে এগিয়ে যাওয়া ভারত ২২ ও ২৪ মিনিটে বালা দেবীর জোড়া গোলে ব্যবধান বাড়িয়ে নেয়। দ্বিতীয়ার্ধে আরও চার গোল খেয়ে বড় ব্যবধানে হারে মেয়েরা।

ভারতের বালা দেবী চারটি, কমলা দেবী দুটি ও সাঞ্জু যাদব একটি গোল করেন।

৮২তম মিনিটে বাংলাদেশের সান্ত্বনাসূচক গোল করেন কৃষ্ণা রানী সরকার।

প্রাথমিক পর্বের বাছাইয়ে চার গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ পাবে দ্বিতীয় রাউন্ডে খেলার টিকেট। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

আগামী মঙ্গলবার বাছাইপর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।