রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল ডর্টমুন্ড

বুন্ডেসলিগায় দুইবার পিছিয়ে পড়ার পরও মার্কো রয়েসের জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 10:12 AM
Updated : 11 Nov 2018, 10:12 AM

 
শনিবার সিগনাল-ইদুনা-পার্কে ম্যাচটিতে ৩-২ গোলে জয় পায় বরুসিয়া। 
 
২৬তম মিনিটে দারুণ হেডে অতিথিদের এগিয়ে নেন রবের্ত লেভানদফস্কি। ৪৯তম মিনিটে স্পট কিকে বরুসিয়াকে সমতায় ফেরান রয়েস। তাকে ডি-বক্সে বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। 
 
তাদের সমতায় ফেরার স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি। ৫২তম মিনিটে ডি-বক্সে ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে আবারও হেডে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার লেভানদফস্কি। 
 
৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও সমতা টানেন রয়েস। ছয় মিনিট পর ওয়ান টু ওয়ানে নয়ারকে দারুণ এক চিপে পরাস্ত করে দলকে জয় এনে দেন পাকো আলকাসের। 
 
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তৃতীয়বারের মতো লেভানদফস্কি বরুসিয়ার জালে বল জড়ান। তবে অফসাইডে বাঁশি বেজে ওঠে। তৃতীয় হার নিয়ে ফেরে বায়ার্ন।
 
১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও মজবুত করেছে বরুসিয়া। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।
২০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন।